স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ : বিচারের দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ‘জুম্ম ছাত্র জনতা’র ব্যানারে ভোর ৬টা থেকে সড়ক অবরোধ করা হয়। কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলবে।
সকাল থেকে কোনো ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। তবে শহরের ভেতর কিছু ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়। বৃহস্পতিবার খাগড়াছড়ির সাপ্তাহিক বাজার হওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে শয়ন শীল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে সেনাবাহিনীর সদর জোনের সহায়তায় পুলিশ তাকে সিঙ্গিনালা এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শয়ন শীল একই এলাকার বাসিন্দা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, এজাহার পাওয়ার পর সন্দেহভাজন একজনকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে বুধবার জুম্ম ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থী প্রতিনিধি উক্যনু মারমা, সুমন চাকমা, আকাশ ত্রিপুরা এবং কৃপায়ন ত্রিপুরাসহ অন্যান্যরা বক্তব্য দেন।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সিঙ্গিনালা এলাকায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।