সিরাজগঞ্জে পরিত্যক্ত টয়লেটে মিলল শিশুর মরদেহ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিত্যক্ত একটি টয়লেট থেকে ছোঁয়া মনি (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দিনগত রাত ১টার দিকে মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত ছোঁয়া মনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামের সুমন শেখের মেয়ে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. মাসুদ রানা জানান, বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে পরিত্যক্ত টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মুখ, মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শিশুটির পরিবার জানায়, সকালে মাদ্রাসা থেকে ফেরার পথে ছোঁয়া নিখোঁজ হয়। বিকেলে পাশের এক আত্মীয়ের পরিত্যক্ত টয়লেটে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানান, নিহত শিশুর জামাকাপড় রক্তে ভেজা ছিল। মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক আনন্দ চন্দ্র বর্মণ বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আমরা চাই হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হোক।