অপহৃত ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে দিতে রাশিয়ার প্রতি ইইউ প্রধানের আহ্বান

অপহৃত ইউক্রেনীয় শিশুদের দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে রাশিয়ার কাছে আবারও আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) এক্সে দেওয়া এক পোষ্টে তিনি লেখেন, “এই যুদ্ধের মানবিক মূল্য শেষ হওয়া উচিত। এর মানে হলো, রাশিয়ার অপহৃত প্রতিটি ইউক্রেনীয় শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।” খবর বিবিসির।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক এক্স পোষ্টের জবাবে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প তার পোস্টে জানান, সারা বিশ্বে নিখোঁজ ও অপহৃত শিশুদের ইস্যুটি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিশেষভাবে গুরুত্ব দিয়ে আসছেন।

সপ্তাহের শেষে হোয়াইট হাউস এক চিঠি প্রকাশ করে, যা মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লিখেছিলেন। সেই চিঠিতে তিনি পুতিনকে উদ্দেশ্য করে লিখেছেন, “মি. পুতিন, আপনি নিজ হাতে তাদের সুরক্ষিত করতে পারেন এবং তাদের সুরেলা হাসি ফিরিয়ে দিতে পারেন।”