নাটোরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নাটোরের লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ আগস্ট) দুপুরে নাটোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. সোহাগ তালুকদার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর মাহমুদুর রহমান মামুন জানান, পারিবারিক কলহের জের ধরে ২০২০ সালের ২৭ এপ্রিল রাতে লালপুর উপজেলার জোকাদহ গ্রামের কৃষক সিরাজুল ইসলাম তার এক যুগের বিবাহিত স্ত্রী লতা খাতুনকে (২৭) শ্বাসরোধে হত্যা করেন। পরে স্ত্রীর মরদেহ পার্শ্ববর্তী বটতলা এলাকার একটি পুকুরপাড়ে ফেলে রেখে পালিয়ে যান তিনি।
স্থানীয়দের খবরে নিহতের বাবার বাড়ির লোকজন গিয়ে লতার মরদেহ শনাক্ত করেন। এ সময় ঘরে তাদের ১০ বছরের ছেলে সন্তান আলিফ ছিল।
ঘটনার পর নিহতের বাবা হেলাল উদ্দিন বাদী হয়ে জামাতা সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশের তদন্ত ও চার্জশিট দাখিলের পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।