ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়া ৭ বছর কারাভোগ করেন : এস এম জিলানী

‘বাংলাদেশের নাগরিকদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাত বছর কারাভোগ করেছেন। ১৭ বছর লড়াই সংগ্রাম করেছেন’ উল্লেখ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, সেই ভোট নিয়ে ৭১-এর পরাজিত একটি গোষ্ঠী নতুন করে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ জন্য জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলাকরতে হবে।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনের শীর্ষ এ নেতা।
তৃণমূলের নেতাদের উদ্দেশে জিলানী বলেন, অতীত ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি তাহলে আমাদেরও খুব দ্রুত ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে।
এ সময় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।