নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, শনিবার (২৪ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে সদর উপজেলার বারুরহাট এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে একটি নৈশকোচ বিপরীতমুখী ভ্যানকে ধাক্কা দিলে সেটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
দুর্ঘটনায় ভ্যান চালক মোজাম্মেল হক ও যাত্রী আখতার হোসেন রাস্তার পাশে ছিটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। নিহতদের বাড়ি সিংড়া উপজেলার বড় বারইহাটী গ্রামে। পরে বনপাড়া হাইওয়ে পুলিশ ধাওয়া করে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকা থেকে বাসটি জব্দ করে। তবে বাসের চালক ও স্টাফ পলাতক রয়েছেন।
এদিকে, রোববার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে সদর উপজেলার হযরতপুর বাজারে নাটোর-ঢাকা মহাসড়কে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নাজিম উদ্দিন (৩০) নামে এক পথচারী নিহত হন। তিনি পার্শ্ববর্তী ইব্রাহিমপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানান ওসি মাহাবুর রহমান।