হামলা করে মাদকসহ ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ায় গ্রেপ্তার ৪

জামালপুরের মাদারগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নাছির চিকুকে (২৫) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে চিকুকে তার সহযোগী ও স্বজনরা ছিনিয়ে নেয়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।
গতকাল শনিবার (১৬ আগস্ট) দিনগত রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ী নাছির চিকু চরপাকেরদহ এলাকার কালু মণ্ডলের ছেলে।
আজ রোববার (১৭ আগস্ট) মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় শনিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে এজহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন চরপাকেরদহ ইউনিয়নের পশ্চিম চরপাকেরদহ গ্রামের মো. আজিজুল হক বাবু (৩২), মো. রাসেল (৩৪), স্বপন (২৮), সুজা মন্ডল (৫৫)। তারা প্রাথমিকভাবে আসামি ছিনিয়ে নেওয়ার সত্যতা স্বীকার করেছেন। মাদক ব্যবসায়ী ও এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। আজ দুপুর তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) রাতে চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চরপাকেরদহ এলাকায় এসআই মো. হাসিব আল মাহফুজ নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি দল নাছির চিকুকে ৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এরপর তাকে থানায় নেওয়ার পথে বাংলাবাজার এলাকায় তার আত্মীয়স্বজন ও তার সিন্ডিকেটের শতাধিক সদস্যরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের কাছ থেকে জোরপূর্বক হাতকড়ার চাবি কেড়ে নিয়ে চিকুকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় এএসআই মুজিবুর রহমান ও এএসআই নাইমুর রহমান আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে সরকারি কাজে বাধা দান ও পুলিশকে আঘাত করার অপরাধে আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন এসআই মো. হাসিব আল মাহফুজ।
ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, মাদক ব্যবসায়ী নাছির চিকুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তা আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, সরকারি কাজে বাধা দান ও পুলিশকে আঘাত করার অপরাধে থানায় একটি মামলা হয়েছে। এ ছাড়া মাদক ব্যবসায়ী নাছির চিকুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে।