কারাগার থেকে মুক্তি পেলেন শমী কায়সার

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার। উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
কারাগার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, উত্তরা পূর্ব থানার মামলায় তাকে জামিন দেন আদালত। পরে অভিনেত্রী শমী কায়সারকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
শমী কায়সারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার (১০ আগস্ট) বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিনের আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট উত্তরার আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার অন্তর্গত এলাকায় বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ সমর্থকরা গুলি চালায়।
ওই সময় টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান ইউসুফসহ আরও অনেকে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। গত বছর ২২ আগস্ট জুবায়ের থানায় গিয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন। শমী কায়সারকেও ওই মামলার আসামি করা হয় । গত বছরের ৫ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শমী কায়সারকে উত্তরার সেক্টর-৪-এর বাসা থেকে আটক করে। পরদিন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।