আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা : ইসি সচিব
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ফেব্রুয়ারির প্রথমার্ধে করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শুরু থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ পর্যন্ত সব কাজের বিস্তারিত তালিকা নিয়ে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে, যা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে রোডম্যাপ নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি, আগামী সপ্তাহে আমাদের নির্বাচনি রোডম্যাপ দিতে পারবো। আমাদের প্রস্তুতি সম্পর্কে ধারণা পাবেন।
আখতার আহমেদ বলেন, ভোটার তালিকা, সীমানা পুনঃনির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনি আইনের সংস্কার, সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ, মুদ্রণ, আইনশৃঙ্খলা সভা, নির্বাচনি কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে-পরে প্রস্তুতির তালিকা থাকবে এ রোডম্যাপে।
ইসি সচিব আরও বলেন, পর্যবেক্ষক হিসেবে ৩১৮টা আবেদন পেয়েছি, এই আবেদনগুলোর পর্যালোচনা চলছে। এছাড়া তথ্য সংগ্রহের জন্য নতুন ২২টা রাজনৈতিক দলের প্রাথমিক যাচাইয়ের ফিডব্যাক পাঠানো হবে বলে জানান তিনি।
প্রবাসী ভোট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, এই পদ্ধতিটা কীভাবে হবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে। এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন আছে। তা শেষ করে আপনাদেরকে সময়ে সময়ে জানানো হবে।