নির্বাচনে অপপ্রচার রোধে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : ফয়েজ আহমদ

নির্বাচনের আগে গুজব বা অপপ্রচার প্রতিরোধে সরকারিভাবে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরীতে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে এ কথা বলেন ফয়েজ আহমদ।
প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী আরও বলেন, অপপ্রচার রোধে প্রথমে বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তাদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া পুলিশ ও বিভাগীয় পর্যায়ের প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে অপপ্রচারের কারণে নির্বাচনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।
এ সময় এআই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।