নাটোরে পদ্মা নদীতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে ফরিদ (১২) ও রাব্বানী (১২) নামে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া জামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আল আমিন হোসেন তার মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে পাশেই পদ্মা নদীতে গোসল করতে যান। নদী তীরে সাঁতার কাটার সময় ফরিদ ও রাব্বানী পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় নিহতদের স্বজনরা মাদ্রাসায় চড়াও হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় কাছাকাছি এলাকা থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার একে এম লতিফুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফরিদ মাদ্রাসা সংলগ্ন নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। অপর নিহত গোলাম রাব্বানী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রবিনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তারা লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিয়েছেন। নৌ পুলিশ এসে আইনগত সিদ্ধান্ত নেবে।