১৭০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযানে ১৭০ কেজি গাঁজাসহ আরমান মিয়া (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (৮ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম সরকার, এএসআই শাহাদাত হোসেন ও সঙ্গীয় ফোর্স ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের হাবিব ভূইয়ার বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় কালাছড়া গ্রামের বাসিন্দা মো. আরমান মিয়াকে (২১) গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, আরমানের দখল থেকে ১৭০ কেজি গাঁজা এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেছেন। তারা হলেন—মাসুম মিয়া (২৪), মো. ইয়াসিন (৩০), মো. আরিফ (২৪) ও মো. হাবিব ভূইয়া (২৮)। তারা সবাই পলাতক রয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও তাদের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বদা কাজ করছে।