এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত

বাগবিতণ্ডার জেরে এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে অপরজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
গতকাল শুক্রবার (৮ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জুয়েল রানা (২৫)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। আটকরা হলেন- রাকিব (২৫) ও মো. রবিন (২৭)। তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, জুয়েলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সেতুর নিচে ‘গল্গ ছড়ার চা ঘর’ নামে একটি অস্থায়ী চায়ের স্টলের পাশে ঘুমাতে যায় কয়েকজন যুবক। সেখানে পুরোনো ব্যানার ও ফেস্টুন বিছানো নিয়ে নিহত জুয়েল ও আটক রাকিব-রবিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাকিব উত্তেজিত হয়ে জুয়েলের বুকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে।
রক্তক্ষরণে গুরুতর আহত জুয়েলকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল সংলগ্ন এলাকা থেকে তিন ঘণ্টার মধ্যে রাকিব ও রবিনকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও উদ্ধার করা হয়।
ওসি মহম্মদ আব্দুল বারিক আরও জানান, আটকদের বিস্তারিত পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে জানানো হয়েছে। একই সঙ্গে নিহতের স্বজনদের সন্ধান করা হচ্ছে।