গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের ব্যানারে শুক্রবার সকালে জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড়ের স্টেশন রোড এলাকায় মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকেরা।
আজ শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের ব্যানারে জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড়ের স্টেশন রোড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিনের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী এ মানবববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিকরা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করতে হবে। সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে।
মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।