‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে সাংবাদিককে সিটি করপোরেশনে আটকিয়ে নির্যাতন

খবর প্রকাশের জেরে রংপুরের দৈনিক সংবাদ ও একুশে টিভির প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে তুলে এনে সিটি করপোরেশনে আটকিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ ও মব সৃষ্টিকারীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে।
জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর বুধবার দৈনিক সংবাদে ‘রংপুরের জুলাই যোদ্ধাদের নামে অটো রিকশার লাইসেন্স প্রদান, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
এর জের ধরে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে কাচারী বাজারের সামনে থেকে জুলাই যোদ্ধা পরিচয়ের ১৫-১৬ জন যুবক একটি অটো রিকশাতে করে জোরপূর্বক তুলে এনে রংপুর সিটি করপোরেশনের ভেতরে নিয়ে যায়। এ সময় তারা মব সৃষ্টি করে সাংবাদিক বাদলকে মারধর করে। খবর পেয়ে সাংবাদিকরা সিটি করপোরেশনের ছুটে যায় এবং সাংবাদিক বাদলকে উদ্ধার করে। এরপর সাংবাদিকরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এ ব্যাপারে সাংবাদিক বাদল জানান, খবর প্রকাশ করায় তার ওপর এই হামলা চালানো হয়েছে, তিনি এর বিচার দাবি করেন।
অভিযোগের বিষয়ে উম্মে ফাতিমা বলেন, ‘রিপোর্টের কারণে মাফ চাওয়ার জন্য সাংবাদিকদের নিয়ে আসার প্রশ্নই ওঠে না। এটা ভিত্তিহীন অভিযোগ।’ অন্যদিকে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক শহিদুল ইসলামকে ফোন করলে তিনি ঢাকায় মিটিংয়ে আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে জানান।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘সাংবাদিক হেনস্তার ঘটনায় একজনের নাম আমরা শনাক্ত করতে পেরেছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অন্যদের চিহ্নিত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’