বিএনপিকে ক্ষমতায় আনতে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে : নজরুল ইসলাম

আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘জনগণের ভালোবাসা ছাড়া দলকে আগামী নির্বাচনে ক্ষমতায় নেওয়া যাবে না। নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে ক্ষমতায় আনতে হলে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। মানুষকে কষ্ট দেওয়া যাবে না।’
আজ বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ টাউন হল মোড়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বিজয় মিছিলের আয়োজন করে।
বিজয় মিছিলপূর্ব সমাবেশে নজরুল ইসলাম খান আরও বলেন, বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে সবার মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেগম জিয়া বিনা বিচারে কারাগারে বন্দি ছিলেন। সন্তান হারিয়েছেন। তারেক রহমান তার ভাই হারিয়েছেন। যে গণতন্ত্রের জন্য আপনারা লড়াই করেছেন তার পরিণতি পেয়েছে গত বছরের ৫ আগস্ট। ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গুম-খুনের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। হাসিনা ভীরু নারীর মতো ভারতে পালিয়ে গেছেন। বিএনপি তখন থেকেই বলে এসেছে লড়াই এখনও শেষ হয়নি। একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। গতকাল সেই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা তাকে ধন্যবাদ জানাই। নির্বাচন কমিশন ব্যতিত তিনি যদিও এ ঘোষণা দিতে পারেন না, তবুও তিনি বলেছেন নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনকে চিঠি দেওয়া হবে। অনেকেই নির্বাচন নিয়ে নানা টালবাহানা করেছে। এখন আর সেটা সম্ভব নয়। এখন কর্মীদের কাজ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বের দল বিএনপিকে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।
সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, একটি দল সব সময় হতাশায় ভোগে। তারা পাকিস্তান চায় নাই, দেশের স্বাধীনতা চায় নাই—এখন তারা নির্বাচনের ক্ষণ ঘোষণায় হতাশ হয়েছে। তারা হতাশা ছাড়া আর কিছুই বুঝে না। কিন্তু বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে বলেন তিনিও।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রুকনুজ্জামান রুকন সরকার, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।
এরপর বিজয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।