ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীদের বিচার হবেই : গয়েশ্বর রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীদের বিচার বাংলাদেশের মাটিতে হবেই হবে। শুধু আওয়ামী লীগ না, বিগত ১৭ বছর যেসব রাজনৈতিক দল হাসিনাকে সহযোগিতা করেছে তাদের বিচারও দেশের জনগণ করবে।’
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরায় বিএনপি কার্যালয়ের সামনে বিজয় র্যালি উদ্বোধনকালে এসব কথা বলেন গয়েশ্বর রায়।
জিনজিরা থেকে শুরু হওয়া এ বিজয় র্যালি গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ গিয়ে শেষ হয় বলে জানান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। স্বতঃস্ফূর্তভাবে এই বিজয় র্যালিতে কেরানীগঞ্জের বহু মানুষ অংশ নেয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা, দেশের প্রতি আমার গভীর ভালোবাসা অতীতেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে।’
ধর্ম নিয়ে রাজনীতি না করতে আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ফ্যাসিস্টদের দোসর ছিল পুলিশ বাহিনীর বড় একটি অংশ, তারা ভোটকেন্দ্র দখল করে দিত। তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বর্তমান প্রজন্ম ভোট কী, সে সমন্ধে জানে না। কারণ তারা গত ১৭ বছর ভোট দিতে পারেনি।’
বিজয় র্যালিতে আরও অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন মাস্টার, ঢাকা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, স্থানীয় বিএনপি নেতা সুলতান নাসের, ওমর শাহনেওয়াজ, মোকাররম হোসেন সাজ্জাদ, আশরাফ হোসেন, আরশাদ রহমান সপু, হাজী আসাদ খান, মাহাবুব আলম স্বাধীন, আতিকুর রহমান মানিক ও মোহাম্মদ শাহিনসহ অন্যান্যরা।