ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সদস্য সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সদস্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি ওই ইউনিয়নের ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির এক নম্বর সদস্য। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এই কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপি ছয়টি ইউনিয়নে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলী ও ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেছে। এসব কমিটি অনুমোদন দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভুঁইয়া।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, মনির আহম্মদকে ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মো. ইয়াছিন মাহমুদ মজুমদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটির ১ নম্বর সদস্য হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে। মুন্সিরহাট ইউনিয়নে সভাপতি হিসেবে নির্বাচিত হন নুরুল হক খোকন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী। দরবারপুর ইউনিয়নে সভাপতি পদে রয়েছেন ফজলুল হক চৌধুরী এবং মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আনন্দপুর ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়া হায়দার নাছির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক। আমজাদহাট ইউনিয়নে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ গোলাম সারোয়ার, বাহার উদ্দিন মজুমদার সাধারণ সম্পাদক। জিএমহাট ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হাসেম ভুঁইয়া আর সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী।
নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা দলীয় হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠন দায়িত্ব অর্পণ করায় তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করবেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এনটিভি অনলাইনকে জানান, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
২০২৩ সালের রমজান মাসে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ছয়টি ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হলো।