জালিয়াতি করে ডাকসু জিতে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে জামায়াত : পাপিয়া
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, পরিকল্পিতভাবে জালিয়াতি করে ডাকসু নির্বাচন জিতে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে জামায়াত। ডাকসু নির্বাচন একটি পরিকল্পিত নির্বাচন ছিল। যেখানে কাকে কত শতাংশ ভোট দেওয়া হবে এবং কোন হলে কাকে জেতানো হবে সবই পূর্বনির্ধারিত ছিল।
গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর কড়ইতলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের মডেলে পরিকল্পিত ডাকসু নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন ব্যালটপেপার গোপনীয় কোথাও থেকে ছাপানো হয়নি, নীলক্ষেতের ব্যক্তিগত প্রেস থেকে ছাপানো হয়েছে। ভিডিওতে দেখলাম ব্যালটে সিল পর্যন্ত মারা হচ্ছে।
ছাত্রদলকে আশ্বস্ত করে তিনি বলেন, এই সামান্য ডাকসু, রাকসু, জাকসু নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই। কারণ ছাত্রদল দীর্ঘ ১৫ বছর ক্যাম্পাস রাজনীতি থেকে বিতাড়িত ছিল। শিবিরের ছেলেরা ছাত্রলীগের সঙ্গে একসঙ্গে চোরাগোপ্তা, ছদ্মবেশে থেকেছে, মিলেমিশে থেকেছে। তার ওপর আবার ভুয়া ব্যালট পেপার, কার ভোট কে দিচ্ছে, ছবি ছাড়া ভোটার লিস্ট-এগুলো সামনে এসেছে।