জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে অংশ নিতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে বিএনপি। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ।
সোমবার (৪ আগস্ট) রাতে সালাহ উদ্দিন আহমদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।