১/১১ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা উপদেষ্টা মাহফুজকেই দিতে বললেন দুদু

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফয়েড ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দেন। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মাহফুজ লিখেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে!’
এই পোস্ট সম্পর্কে জানতে চাইলে সোমবার (৪ আগস্ট) রাতে এনটিভি অনলাইনকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারে থেকে এই ধরনের মন্তব্য করা কতটা যৌক্তিক, তাঁর ব্যাখ্যা উপদেষ্টা মাহফুজ আলমেরই দেওয়া উচিৎ।
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট)। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস বা ৫ আগস্টকে ঘিরে আয়োজন করা হয়েছে বিভিন্ন আয়োজন।
এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফয়েড ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে মাহফুজ লিখেন, ‘১/১১ এর পদধ্বনি যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’