নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক নারীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছ বুনিয়া গ্রামের বাসিন্দা সুমং কার্বারীর মেয়ে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তের ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় পাহাড়ি সবজি ‘বাঁশ কোড়ল’ সংগ্রহ করতে গিয়ে লাকি সিং মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মীর (এএ) পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। এতে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, নিকুছড়ি সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন। তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানতে পেরেছি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।