এনসিপির সমাবেশের জন্য প্রস্তুত শহীদ মিনার প্রাঙ্গণ

জুলাই গণঅভ্যুত্থানের মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২০২৪ সালের ৩ আগস্ট শহীদ মিনারের পাদদেশ থেকে ঘোষণা করা হয়েছিল এক দফার। সেখান থেকেই আজ বিকেল চারটায় নতুন বাংলাদেশ নির্মাণে জন-আকাঙ্ক্ষার ইশতেহার দেবে এনসিপি।
এনসিপির এই সমাবেশকে ঘিরে প্রস্তুত হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণ। জড়ো হতে শুরু করেছে দলটির নেতা-কর্মীরা। ব্যানার পোস্টারে সেজেছে চার দিক। জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে মেডিকেল ইউনিট।
এদিকে আজকের এই সভায় জুলাই পদযাত্রা সমাপ্তি ঘোষণা করা হবে। এছাড়া আগামীর বাংলাদেশ ঘিরে নিজেদের ইশতেহার ঘোষণা করবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হওয়া দলটি।
কেন্দ্রীয় শহীদ মিনারে আজকের এই সমাবেশের আগেই সারা দেশ থেকে জনগণের ভাবনা, তাদের চাওয়া-পাওয়া তুলে এনেছে এনসিপির নেতারা। তার আলোকেই লিখেছেন জন-আকাঙ্ক্ষার ইশতেহার। সেটি ঘোষণা করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
গেল জুলাই মাসজুড়ে দেশের ৬৪ জেলায় ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ কর্মসূচি থেকে তুলে আনা হয় জনপ্রত্যাশার বিষয়গুলো।