রাজধানীতে তিন কর্মসূচি, নিরাপত্তায় ১৪ হাজার পুলিশ

রাজধানী ঢাকায় আজ রোববার (৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সাইমুম শিল্পীগোষ্ঠীর তিনটি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। যে কোনো ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে প্রায় ১৪ হাজার পুলিশ দায়িত্ব পালন করছে।
আজ রোববার (৩ আগস্ট) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস. এন. মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এস. এন. মো. নজরুল ইসলাম বলেন, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে, আট হাজারের সঙ্গে ছয় হাজার মোট ১৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এর বাইরেও সাদা পোশাকেও অনেকে দায়িত্ব পালন করবেন। আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না।
ডিএমপি জানায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে এই দুই সমাবেশকে ঘিরে শাহবাগ ও শহীদ মিনার এলাকায় যান চলাচল সীমিত থাকবে। বিকল্প পথ হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী ও বাংলামোটর ব্যবহার করতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিকে একই দিনে এইচএসসি বা সমমান ও বিসিএস পরীক্ষা থাকায় ঢাকাবাসীকে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি আরও জানায়, রোববার ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই জাগরণ অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশের সময় বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করেছে ডিএমপি।
রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ ও বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করবে এনসিপি। এছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট জুলাই জাগরণ অনুষ্ঠান চলমান রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।