সাভারে সাঁথিয়া উপজেলার সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

সাভার থেকে পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন (৪২) এবং তার সহযোগী বিদ্যুৎ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ জুলাই) মধ্যরাতে সাভারের বিরুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা খোকনের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার দৌলতপুর গ্রামে। তিনি একসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরজন বিদ্যুৎ হোসেন একই উপজেলার আমোষ গ্রামের বাসিন্দা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, অভিযানে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা আওয়ামী লীগের ব্যানারে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ উঠেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (২৯ জুলাই) আদালতে রিমান্ড আবেদন করা হবে।