ময়মনসিংহে আজ এনসিপির গণজমায়েত

ময়মনসিংহে আজ এনসিপির গণজমায়েত। ছবি : এনটিভি
জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ রোববার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহে গণজমায়েত করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ময়মনসিংহ টাউন হল চত্বরে এ গণজমায়েত হবে। ইতোমধ্যে মঞ্চ নির্মাণসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা।
গণজমায়েতকে ঘিরে এনসিপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে উপস্থিত থেকে বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আয়োজনে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এর আগে, এনসিপি নেতারা জুলাই শহীদদের কবর জিয়ারত এবং শহীদ সাগর চত্বরে শ্রদ্ধা জানাবেন বলে জানা গেছে।
গণজমায়েতকে কেন্দ্র করে টাউন হল চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।