ময়মনসিংহে ভারতীয় মদসহ আটক ২

ময়মনসিংহের ধোবাউড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মো. জসিম উদ্দিন (২২) ও আজিজুর রহমান হৃদয় (২৪)। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৫৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
ধোবাউরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার মঙ্গলবার (২২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার হুজুরী দর্শা চকবাড়ী শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে পুলিশের একটি টহল দল চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় একটি ট্রলিতে তল্লাশি চালিয়ে ২৩৬ বোতল ভারতীয় মদসহ জসিম উদ্দিনকে আটক করা হয়।
এর আগে, সোমবার (২১ জুলাই) ভোরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় টিকিট কাউন্টারের সামনে একটি ই-এক্স-২ মডেলের পিকআপভ্যানে অভিযান চালিয়ে আরও ১১৭ বোতল ভারতীয় মদসহ আটক করা হয় আজিজুর রহমান হৃদয়কে।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাইপথে মদ এনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছিল বলে স্বীকার করেছে।