দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি

গত বছর ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো চাঁদপুরের শহরের দেয়ালে দেয়ালে গ্রাফিতি হিসেবে ফুটে উঠেছে। ‘পানি লাগবে পানি’ স্লোগান দিয়ে পানি বিলানো মুগ্ধের দৃশ্য, আবু সাঈদের আত্মত্যাগের মুহূর্ত, রক্তাক্ত ৩৬ জুলাই এবং স্বাধীন গণভবনের মতো উল্লেখযোগ্য ঘটনাগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রংতুলি ও ব্রাশের আঁচড়ে রঙিন গ্রাফিতিতে জীবন্ত হয়ে উঠেছে।
রোববার (২০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সরকারি মহিলা কলেজের সীমানা প্রাচীরে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসন এই গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এতে জেলার আট উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
এ সময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আর ইমরান খাঁন, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রাফিতি আঁকা স্থান পরিদর্শন করেন। অতিথিরা সীমানা প্রাচীরে অঙ্কিত প্রতিযোগিতার গ্রাফিতি ও চিত্রাঙ্কনগুলো ঘুরে দেখেন এবং এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, গত বছর গণঅভ্যুত্থানের ভূমিকা দেখেছেন। এই গ্রাফিতির মাধ্যমে দেশের মানুষের মনের মধ্যে অধিকারের যে দাবি তা ফুটে উঠেছে। গত বছর এই সময় যেসব ছেলেরা রক্ত দিয়েছে, নির্যাতিত হয়েছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি। আর সেই চিত্রই এই গ্রাফিতিতে ফুটে উঠেছে। আর যারা ওই সময় এই গ্রাফিতি এঁকে অভ্যুত্থানকে বেগবান করেছে তাদের অবদানও কোনো অংশে কম ছিল না। সারাদেশেই এটি হচ্ছে। আশা করছি এর মাধ্যমে জুলাই-আগস্টের প্রকৃত চিত্রটা ফুটে উঠবে।