কসবায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গ্রেপ্তার আব্দুর রউফ। ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুর রউফকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রউফ পৌরসভার শাহপুর গ্রামের বাসিন্দা।
রোববার (২০ জুলাই) কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, চলতি বছরের এপ্রিল মাসে কসবা থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামি ছিলেন আব্দুর রউফ। অপারেশন ডেভিল হান্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।