সরকারবিহীন চার দিনে সন্ত্রাস হয়নি, এখন হচ্ছে প্রতিদিন : নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ৫ আগস্টের পর চারদিন দেশ কার্যত সরকারবিহীন ছিল, তবুও কোথাও কোনো সন্ত্রাসী ঘটনা ঘটেনি। অথচ বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত সন্ত্রাস, খুন ও চাঁদাবাজির মতো অপরাধ ঘটছে।
আজ রোববার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নুর এসব কথা বলেন। দেশে বিরাজমান হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত যৌথ বাহিনীর মাধ্যমে দেশব্যাপী অভিযান পরিচালনার দাবি জানান তিনি।
নুরুল হক নুর বলেন, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটলেও বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়েছে। এক দলের নেতাকর্মীরা অন্য দলের নেতাদের বিরুদ্ধে অশোভন উক্তি ও আচরণ করছে, যা রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এই অবস্থায় রাজনৈতিক সহনশীলতা অত্যন্ত জরুরি।