মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে মমেক শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আজ শনিবার নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। ছবি : এনটিভি
ঢাকার মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে চাঁদা না দেওয়ায় ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের বিচার দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ শনিবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে মেডিকেল কলেজের একাডেমিক ভবনের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করে।
এ সময় শিক্ষার্থীরা দ্রুত এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিচার দাবি করে নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ডাক্তার তরিকুল ইসলাম, মেডিকেল শিক্ষার্থী শফিউল ইসলাম রাহি, লাবিবা তাসনিম প্রমুখ। এই বিক্ষোভে শিক্ষার্থী ছাড়াও চিকিৎসকরা অংশ নেন।