ময়মনসিংহ জেলা বিএনপির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই সভা আয়োজিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আরও বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, নতুন কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রোকনুজ্জামান রুকন সরকার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাবিব উন নবী খান সোহেল বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। তরুণ ভোটাররা গত ১৬ বছর ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে চায়। নির্বাচনের আগে যতটুকু সংস্কার করা দরকার, ততটুকুই করা উচিত। বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। গণতন্ত্র ও আইনের শাসনের জন্য গণতান্ত্রিক নির্বাচিত সরকার দরকার। অনির্বাচিত সরকারের সময় বিদেশি বিনিয়োগ আসে না, দেশের কেউ বিনিয়োগ করতে আসে না। ফলে দেশের অর্থনীতিতে স্থবিরতা চলে আসে।’
হাবিব উন নবী খান সোহেল আরও বলেন, দ্রুত নির্বাচনের দাবি মানে বিএনপি সংস্কার চায় না—এটা ঠিক নয়। বিএনপি বড় রাজনৈতিক দল, কেউ কেউ বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করে। কারা করছে, আমরা সেগুলো দেখছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবার কেউ কেউ ৫ আগস্টের পর বিএনপি হয়ে গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত ৫ জুন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কমিটির অনুমোদন দিয়েছেন। সভায় একজন আহ্বায়ক, সাতজন যুগ্ম আহ্বায়ক এবং একজন সদস্য সচিবসহ স্থান পাওয়া ৪৩ জনকে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুমোদিত কমিটির আহ্বায়ক হয়েছেন মো. জাকির হোসেন বাবলু। যুগ্ম আহ্বায়করা হলেন—আলমগীর মাহমুদ আলম, এ বি সিদ্দিকুর রহমান, আখতারুল আলম ফারুক, এনামুল হক ভুইয়া, মুহাম্মদ মোর্শেদ আলম, রুহুল আমিন মাসুম, শহীদুল আমীন খসরু। সদস্য সচিব হলেন মো. রোকনুজ্জামান সরকার রোকন।

সদস্যরা হলেন—ডা. মাহবুবুর রহমান লিটন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, বজলুর রহমান তুহিন, অধ্যাপিকা রায়হানা ফারুক, শুকুর মাহমুদ ববি, ডা. মোফাখখারুল ইসলাম রানা, আক্তারুজ্জামান বাচ্চু, আল ফাত্তাহ মোহাম্মদ আব্দুল হান্নান খান, জয়নাল আবেদীন, শহীদুল ইসলাম শহীদ, মো. হাবিবুর রহমান খান রতন, এ কে এম শামসের আলী, করিম সরকার, হাতেম খান, ফজলুল হক, তোফাজ্জেল হোসেন, মুশফিকুর রহমান, আতাউর রহমান শামীম, মো. কামরুজ্জামান লেবু, মামুনুর রশীদ, হেলাল আহম্মেদ, মো. মনজুরুল ওয়াহেদ নিক্সন, অধ্যক্ষ মো. এখলাছুর রহমান জুয়েল, সালাউদ্দিন আহম্মেদ, আতাহারুল ইসলাম বুলবুল, ইয়াহিয়া আহম্মেদ শাহীন, আলাল ফকির, আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান তালুকদার, হাফিজ উদ্দিন আহম্মেদ, আ. করিম মাস্টার, মাসুদ তালুকদার, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এ কে এম জাহাঙ্গীর হাসান।