শেরপুরে ১০ জনকে পুশইন করল বিএসএফ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে ১০ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার (১১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, আজ শুক্রবার ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার-১১১৮/৩-এস এর নিকটে ভারত থেকে এই ১০ জনকে পুশইন করা হয়। খবর পেয়ে উপজেলার পানিহাটা সীমান্ত থেকে বিজিবি মোট ১০ জনকে আটক করে। তাদের মধ্যে চারজন শিশু, দুজন পুরুষ ও চারজন নারী রয়েছেন।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, গত দুই বছর আগে তারা কাজের সন্ধানে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। পরবর্তীতে তারা ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছিলেন। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র বা ভারতীয় পরিচয়পত্র না থাকায় ভারতীয় পুলিশ তাদের আটক করে। তিন দিন আগে বিমানযোগে নয়াদিল্লি থেকে গৌহাটিতে নিয়ে আসে। পরবর্তীতে গৌহাটি থেকে শেরপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করে বিএসএফ।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা। তাদের সুবিধামতো সময়ে পরিবারের কাছে ফেরত পাঠানো হবে।