বৃদ্ধাশ্রমের মায়েদের নিয়ে কোটালীপাড়ায় এনটিভির জন্মদিন পালন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বৃদ্ধাশ্রমে বসবাসরত মায়েদের নিয়ে এনটিভির জন্মদিন পালন করা হয়েছে। ২২ পেরিয়ে ২৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ সোমবার (৭ জুলাই) কোটালীপাড়া উপজেলার খেজুরবাড়ি গ্রামের সুলেখা লাভিং কেয়ার ওল্ড হোমের (বৃদ্ধাশ্রম) ৬ জন মাকে সাথে নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এনটিভির জন্মদিন পালন করা হয়।
স্থানীয় প্রেসক্লাব ও এনটিভির শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে মায়েদেরকে সাথে নিয়ে কেক কাটা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে চলে দুপুরের খাওয়াদাওয়া। খাবার মেন্যুতে ছিল পোলাও, মুরগির রোস্ট, ডিম, কোমল পানীয় ও মৌসুমী ফল।
এনটিভির গোপালগঞ্জ (সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া) অনলাইন প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় লেখক, কবি মিন্টু রায়, সাংবাদিক সমীর রায়, সুশান্ত বর্ণিক, আরিফ হাজরা, কনটেন্ট ক্রিয়েটর দেবাশীষ সরকার বক্তব্য দেন।
বৃদ্ধাশ্রমে থাকা সত্তরোর্ধ্ব সবিতা গাইন বলেন, আমরা ভাবতেও পারিনি একটা টিভির জন্মদিন উপলক্ষে আমাদের নিয়ে এই গ্রামে এমন অনুষ্ঠান করবে। আমরা দারুণ খুশি হয়েছি। আশীর্বাদ করি এনটিভি যেন নিয়মিত এমন ভালো কাজ করে যেতে পারে।

কবি মিন্টু রায় বলেন, এনটিভি বর্তমান সময়ে সর্বাধিক জনপ্রিয় দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল। আশা করছি তারা তাদের এই জনপ্রিয়তাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা এনটিভির উত্তোরত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।