অর্থবছরের প্রথম দিনেই মোংলা বন্দরে ৪ বিদেশি জাহাজ

২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিনেই মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ। এসব জাহাজে রয়েছে কনটেইনার, চিটাগুড় ও দুটি বড় প্রকল্প- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ পণ্য।
গতকাল মঙ্গলবার (১ জুলাই) ৫ নম্বর জেটিতে সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি কোটা রেস্তু’, ৬ নম্বরে পানামার ‘এমটি হাইহং’, ৭ নম্বরে সিয়েরা লিওনের ‘এমভি হিস্টরি এডুয়াড’ এবং ৯ নম্বরে পানামার ‘এমভি প্রোসপারিটি’ অবস্থান নেয়।
এছাড়া বন্দরের চ্যানেল ও পোর্ট লিমিটে আরও ১০টি বিদেশি জাহাজ রয়েছে। এসব জাহাজে এসেছে কয়লা, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর ও সিমেন্টের কাঁচামাল।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি জাহাজ আগমন, কার্গো হ্যান্ডেলিং, কনটেইনার হ্যান্ডেলিং, গাড়ি আমদানি এবং রাজস্ব আয়ের সকল লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় নতুন অর্থবছরের শুরুটাও হয়েছে আশাব্যঞ্জক।