মোংলায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) পৌর শহরের বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মোংলা পৌর শহরের বাসিন্দা মো. বেল্লাল হোসেন (৪০) ও মো. সগির হোসেন (৫২)।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) মোংলা কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সহায়তায় পৌর শহরের বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি তল্লাশি করে ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার রাতে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।