বাগেরহাটে আসন বিলুপ্তি ও বিভাজনের প্রতিবাদে সর্বাত্মক অবরোধ
বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি আসনের বিলুপ্তি ও আরেকটি আসন বিভাজনের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে বাগেরহাটে সর্বাত্মক সর্বদলীয় অবরোধ পালিত হচ্ছে।
বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব রাজনৈতিক দল বাগেরহাটের কাটাখালী ও নওয়াপাড়া মোড়ে ব্যারিকেড বসিয়ে এই কর্মসূচি পালন করছে। এতে সাধারণ মানুষও অংশ নিয়েছেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া অবরোধ দুপুর ১টা পর্যন্ত চলবে।
অবরোধের কারণে মোংলা-খুলনা-ঢাকা এবং বাগেরহাট-মাওয়া-ঢাকা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে রাস্তা জুড়ে দীর্ঘ যানবাহনের লাইন তৈরি হয়েছে।
গত ৩০ জুলাই নির্বাচনি কমিশন বাগেরহাটের একটি আসন কেটে গাজীপুরের একটি আসন বৃদ্ধি ও বাগেরহাট-৩ আসনকে বিভাজনের ঘোষণা দেয়। এরপর থেকে স্থানীয়রা এই সিদ্ধান্তের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করে আসছেন। বৃহস্পতিবারের অবরোধ সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়েছে।