পদ্মায় মধ্যরাতে ধরা পড়ল বিশাল বোয়াল

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি বিশাল বোয়াল মাছ। সোমবার (৩০ জুন) মধ্যরাতে উপজেলার রামকৃষ্ণপুর এলাকার জেলে রামা হালদারের জালে মাছটি ধরা পড়ে।
আজ মঙ্গলবার (১ জুলাই) ভোরে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে মাছটি তোলা হলে বেশ হাঁকডাক পড়ে যায়। আড়তদার ভরত হালদারের খোলায় (আড়তে) মাছটি ১৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী আকাশ হালদার। পরে তিনি মাছটি হরিরামপুরের কাণ্ঠাপাড়া বাজারে নিয়ে আসেন। সেখানে স্থানীয় ব্যবসায়ী সুজন মণ্ডল ও সুরঞ্জন রায় যৌথভাবে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
আড়তদার হৃদয় রাজবংশী এনটিভি অনলাইনকে বলেন, পদ্মা নদী থেকে সোমবার (৩০ জুন) মধ্যরাতে বোয়ালটি ধরেন রামা হালদার। সকালে আড়তে আনা হলে পাশের খোলায় সেটি বিক্রি হয় ১৬ হাজার ৫০০ টাকায়।
মাছ ব্যবসায়ী আকাশ হালদার বলেন, ভরত হালদারের খোলায় থেকে মাছটি কিনে বাজারে আনি। পরে সুজন ও সুরঞ্জনের কাছে বিক্রি করি।
ক্রেতা সুজন মণ্ডল বলেন, আমি আর সুরঞ্জন ভাগে মাছটি কিনেছি। মাছটি খুবই বড়, একেবারে আষাঢ় মাসের আসল বোয়াল।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম বলেন, পদ্মা নদীতে মাঝে মাঝে বড় বড় আইড়, বোয়াল ও পাঙাশ ধরা পড়ে। আজ এমন একটি বড় বোয়াল মাছ ধরা পড়েছে বলে আপনার কাছে শুনলাম।