সাভারে ছুরিকাঘাতে যুবক খুন

সাভার পৌরসভার কামাল গার্মেন্টস রোডের কাঠপট্টিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রুহুল আমিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা রুহুল আমিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাছিম বিল্লাহ জানান, সুরতহাল সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঘটনায় জড়িতদের কাউকে এখনও শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি।