নাসা গ্রুপের আরও ১৩ কারখানা বন্ধ, আশুলিয়ায় নিরাপত্তা জোরদার

শ্রমিক অসন্তোষের জেরে সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের আরও ১৩টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এর ফলে, মোট বন্ধ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১৬টিতে। বকেয়া বেতন এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিক্ষিপ্তভাবে নাসা গ্রুপের শ্রমিকরা অন্য কারখানার শ্রমিকদের কাজে যোগদানে বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন গলিতে অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে।
শিল্প পুলিশের আশুলিয়া জোনের পরিচালক পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, নাসা গ্রুপের শ্রমিকরা যাতে অন্য কারখানার কার্যক্রমে বাধা দিতে না পারে, সে জন্য পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
বর্তমানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীসহ যৌথবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন এবং পুলিশের জল কামানও প্রস্তুত রাখা হয়েছে। পোশাক শ্রমিকদের পরিচয়ের প্রমাণপত্র (আইডি কার্ড) যাচাই-বাছাই করে তাদের নিজ নিজ কারখানায় প্রবেশ নিশ্চিত করা হচ্ছে, যাতে কোনো অরাজকতা সৃষ্টি না হয়। নরসিংহপুর ও নিশ্চিন্তপুরসহ প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ এবং জল কামান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মহড়া দিতে দেখা গেছে।