আ স ম রবের বাসভবনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

আ স ম রবের বাসভবনে আজ সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি
জেএসডি সভাপতি আ স ম রবের উত্তরার বাসভবনে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় তার বাসভবনে যান মির্জা ফখরুল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, আ স ম রবের শারীরিক অবস্থার খোঁজ নিতেই বিএনপির মহাসচিব তার বাসায় যান।
এ সময় আ স ম রবের সহধর্মিণী ও জেএসডি নির্বাহী সভাপতি তানিয়া রব এবং সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।