অবশেষে শপথ নিলেন ঢাকা-৪ আসনের এমপি আওলাদ হোসেন

শপথ নিচ্ছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য আওলাদ হোসেন। ছবি : এনটিভি
অবশেষে শপথ নিয়েছেন ঢাকা-৪ আসন থেকে বিজয়ী স্বতন্ত্রপ্রার্থী আওলাদ হোসেন। আজ বুধবার (১০ জানুয়ারি) বিকেলে শেরেবাংলা নগরের সংসদ ভবনে শপথ নেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এর আগে গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকা-৪ আসনের পরাজিত আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানমের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আওলাদের শপথ বাক্য স্থগিত রাখার আদেশ দেন হাইকোর্ট বিভাগ। এই আদেশের বিপক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজের কাছে আপিল করেন আওলাদ হোসেন। পরে হাইকোর্টের আদেশ বাতিল করে তাকে শপথ পড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন চেম্বার জজ। এরপর তার গেজেট প্রকাশ করা হয় এবং তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার।