নেপালের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথ

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ‘শীতল নিবাসে’ এক বিশেষ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, নিরাপত্তা প্রধান এবং কূটনীতিকদের উপস্থিতিতে তাকে শপথবাক্য পাঠ করান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল। খবর দি হিমালয়ান টাইমসের।
প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল সংবিধানকে সমুন্নত রাখা এবং জাতীয় ঐক্যকে উৎসাহিত করার জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে অর্পিত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে শুশীলা কার্কিকে এই পদে নিয়োগ দেন। প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ছয় মাসের মধ্যে নতুন সংসদীয় নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন।
সুশীলা কার্কির এই নিয়োগ সম্প্রতি 'জেন-জি' বা নতুন প্রজন্মের নেতৃত্বে চলা বিক্ষোভের ফল, যেখানে প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়া এবং একটি নির্দলীয় প্রশাসন গঠনের দাবি জানানো হয়েছিল।
প্রথমে তিন সদস্যের একটি মন্ত্রিসভার প্রস্তাব করা হলেও মন্ত্রীদের ব্যাপারে এখনো কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। যার ফলে, প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আপাতত সব মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

তার এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলকও বটে, কেননা তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করলেন।