জামিন পেলেন সেই বাবা

ডেঙ্গুতে আক্রান্ত শিশু আদিবাকে ভর্তি করানো নিয়ে রাজধানী মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুর বাবা ও চিকিৎকের মধ্যে হাতাহাতি ঘটনায় করা মামলায় শিশুর বাবা হাবিবুর রহমানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিপন ম্যাজিস্ট্রেট আদালতে হাবিবুর রহমানকে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্কা মুগদা থানার এসআই আব্দুল মান্নান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী মো.মোরাদুল আরেফিন মারুফ জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম জামিনের আবেদন মঞ্জুর করেন। এসময় মামলার বাদীকে আসামির জামিনে কোনো আপত্তি আছে কি না জানতে চাইলে তিনি আপত্তি নেই বলে জানান।
জানা যায়, গত ২৬ জুলাই দুপুরের দিকে মুগদা হাসপাতালের জরুরি বিভাগে নিজের ডেঙ্গু আক্রান্ত শিশু সন্তানকে ভর্তি করানো নিয়ে চিকিৎকর্মীদের সঙ্গে হাতাহাতি ঘটনা ঘটে। এ ঘটনায় মুগদা থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
উল্লেখ্য, ডেঙ্গু আক্রান্ত শিশু আদিবাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর সিট নেই জানিয়ে তাকে ভর্তি করা যাবে না বলে জানান কর্তব্যরতরা। তখন শিশুটির বাবা জরুরিভিত্তিতে একজন চিকিৎসককে দেখানোর অনুরোধ করলে জানানো হয় কর্তব্যরত চিকিৎসক বিশ্রামে রয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত চিকিৎসাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতিতে জড়ান শিশুটির বাবা। এসময় চিকিৎসাকর্মীরা সবাই মিলে তাকে মারধর করেন এবং আটক করে রাখেন। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।