রাজধানীতে কানাডা প্রবাসী নারীর পুঁতে রাখা মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণখান থেকে আফরোজা বেগম (৩৬) নামের এক কানাডা প্রবাসী নারীর পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩১ মে) রাত ১১টার দিকে দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর ওই নারীর স্বামী আশরাফুল আলম পলাতক রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১ জুন) সকালে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও জিডির তদন্ত কর্মকর্তা মোসাম্মৎ রেজিয়া খাতুন এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, নিহত ওই প্রবাসী নারী নীলফামারী জেলার ডোমার উপজেলার নীজভোগডাবুড়ি গ্রামের মো. আতাউল্লাহ মন্ডলের মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্বামী আশরাফুল আলম দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার বাসিন্দা। স্ত্রীকে হত্যা করে তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এসআই রেজিয়া খাতুন বলেন, ‘নিহত নারী তার স্বামী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে প্রায় তিন মাস আগে কানাডা থেকে বাংলাদেশে আসেন। তারা সবাই কানাডার নাগরিক। বাংলাদেশে আসার পর তারা আশরাফুল আলমের দক্ষিণখানের বাসায় ওঠেন। হঠাৎ করে গত শুক্রবার থেকে আফরোজা বেগমকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সোমবার দক্ষিণখান থানায় একটি নিখোঁজের জিডি করেন নিহতের ভাই।’
রেজিয়া খাতুন বলেন, ‘জিডির পর আমি গতকাল মঙ্গলবার মেয়েটির স্বামীর বাড়িতে যাই। এরপর থেকেই বাড়িতে আমি আমার সোর্স লাগিয়ে রাখি। পরে মেয়েটির শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে জানতে পারি তাঁকে হত্যা করা হয়েছে। পরে নিহতের স্বামীর কাছ থেকে কৌশলে তথ্য নেই। পরে তাকে ভিডিও কল দিলে সে মরদেহ পুঁতে রাখার জায়গা দেখিয়ে দেয়।’
এসআই রেজিয়া খাতুন আরও বলেন, ‘ওই নারীকে হত্যা করে মরদেহ গুমের জন্য মাটিতে পুঁতে রাখা হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’