মেলার স্টলে বিক্রেতা নেই, পাত্রে টাকা রাখছেন ক্রেতা

মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে চলেছে তিনদিনব্যাপী বিজয় মেলা। স্থানীয় সততা সংঘের উদ্যোগে জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভা এ মেলার আয়োজন করে।
গতকাল শনিবার বিকেলে গোপালগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি এনামুল হক। এ মেলার পাঁচটি স্টলে মুক্তিযুদ্ধভিত্তিক বই, শিক্ষা উপকরণ বিক্রি করা হচ্ছে।
তবে মেলার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, সবার মাঝে সততা ফিনিয়ে আনার লক্ষ্যে এসব স্টলে নেই বিক্রেতা। ক্রেতারা পছন্দমতো জিনিসপত্র কিনে দোকানের সামনে রাখা পাত্রে নিজ উদ্যোগে টাকা রেখে যাচ্ছেন।
মেলা উপলক্ষে জেলার সাংস্কৃতিককর্মীরা গান পরিবেশন করেছেন। এ মেলা চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।