ময়মনসিংহ শহরে বন্ধুর হাতে বন্ধু খুন

ময়মনসিংহ শহরের সেহড়া ডিবি রোড এলাকায় বন্ধুদের হাতে খুন হয়েছেন রবিন (২৫) নামের এক যুবক। চার বন্ধূ মিলে রবিনকে শ্বাসরোধ ও ছুরিকাঘাত করে হত্যা করেছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ হোমিওপ্যাথ কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ জীবন নামে রবিনের এক বন্ধুকে আটক করেছে। জীবনের দেয়া স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে একত্রে নেশা করার সময় বাগ বিতণ্ডার এক পর্যায়ে রবিনকে পেটে-পিঠে ছুরিকাঘাত করে চার বন্ধু।
কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সদর উপজেলার চুরখাই জামতলা নিবাসি মোস্তফা কামালের পুত্র রবিন একজন নেশাগ্রস্ত বেকার। রবিনের মা খোদেজা খাতুন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের আয়া। শহরের সেহড়ায় তারা বসবাস করেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও শহরের সেহড়া ডিবি রোডের হোমিওপ্যাথিক কলেজের ভেতরে নেশা করছিল রবিন ও তার চার বন্ধু। মাদক সেবনকালে তারা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সঙ্গীয় চার বন্ধু চাকু দিয়ে রবিনের বুকে-পিঠে কয়েকটি আঘাত করে পালিয়ে যায়। রবিনের আর্তচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখান থেকে রবিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রবিনের মা খোদেজা খাতুন জানান, শুক্রবার রাত নয়টার দিকে জীবন নামে এক বন্ধু মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করেছে। স্থানীয়রা জানান, রবিন মাদকাসক্ত ছিলেন।