মৌলভীবাজারে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল।
গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শহরের শমসেরনগর সড়কের এফ রহমান ট্রেডিংয়ে এ ঘটনা ঘটে। নিহত রুবেল শহরের শ্যামলী এলাকার বাসিন্দা এবং কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয়রা বলেন, সন্ধ্যায় ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে দুর্বৃত্তরা রুবেলের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রুবেল জীবন বাঁচাতে সাহায্য চেয়ে চিৎকার করলে আশপাশের ব্যবসায়ী ও সিএনজি চালকরা এসে তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। তারা আশপাশের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছেন।
ব্যবসায়ীরা জানান, দোকানের ভেতরে ছড়িয়ে থাকা রক্তের দাগ এবং হামলার ধরন দেখে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, হত্যার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা শনাক্তে পুলিশ কাজ করছে।