করদাতাদের উদ্বুদ্ধ করতে মানিকগঞ্জে সেমিনার

করদাতাদের উদ্বুদ্ধ করতে গতকাল মানিকগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
করদাতাদের উদ্বুদ্ধ করতে মানিকগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে শহরের ডায়মন্ড কনভেনশন সেন্টারে এই সেমিনারের আয়োজন করে মানিকগঞ্জ কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
সেমিনারে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিমের কমিশনার ড. মো. সহিদুল ইসলাম, মূসক বাস্তবায়ন ও আইটির
সদস্য সুলতান মো. ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, এফবিসিসিআইয়ের পরিচালক আমিন হেলালী, তোছাদ্দেক হোসেন খান টিটো, মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সুদেব কুমার সাহা বক্তব্য দেন।
সেমিনারে বিভিন্ন শ্রেণি, পেশার মানুষসহ শতাধিক করদাতা উপস্থিত ছিলেন।