গারো তরুণী ধর্ষণ
আদালত থেকে পালানো রুবেল আবার গ্রেপ্তার

গারো তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারের পর আদালত থেকে পালিয়ে গিয়েছিলেন রুবেল। গতকাল রাতে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়েছে। পুরোনো ছবি
আদালত থেকে পালিয়ে যাওয়া গারো নৃগোষ্ঠীর তরুণী ধর্ষণ মামলার আসামি রাফসান হোসেন রুবেলকে আবার গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী।
এর আগে গত ১৩ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত চত্বর থেকে পালিয়ে যায় ধর্ষণ মামলার এই আসামি।
গত ১১ নভেম্বর রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। গত ২৫ অক্টোবর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
এর পর গত ১৩ নভেম্বর স্বীকারোক্তি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয় রুবেলকে। এ সময় সুযোগ বুঝে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।